মিড ডে মিল দেখে খুশি কেন্দ্রীয় দল

পড়ুয়াদের কী জল দেওয়া হচ্ছে তাও তাঁরা খতিয়ে দেখেন। রাঁধুনিরা কীভাবে রান্না করছেন তারও খোঁজখবর নেন। দলটি বিকাশ ভবনে গিয়ে বৈঠকও করে।

Must read

প্রতিবেদন : মিড ডে মিলের গুণমান দেখতে বাংলায় আসা কেন্দ্রীয় দল একাধিক স্কুল পরিদর্শন করে। সোনারপুর থেকে রাজারহাট, একাধিক স্কুল ঘুরে দেখেন তারা। রাজ্য সরকার পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে মিড ডে মিলে মুরগির মাংস ও ফল যুক্ত করেছে। এর আগে নিয়মিত ডিমও দেওয়া হত। মুখ্যমন্ত্রী বরাবরই পুষ্টির ওপর জোর দিয়ে এসেছেন।

আরও পড়ুন-প্রয়াণদিবসে মহাত্মাকে শ্রদ্ধা রাজ্যপালের

এদিন সোনাপুরে বনমালীপুর বিদ্যালয় ও রাজারহাটে কয়েকটি স্কুল তাঁরা পরিদর্শন করেন। পরে কেন্দ্রীয় দলের সদস্য অনুরাধা দত্ত বলেন, যেভাবে খাওয়ানো হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। এদিন প্রতিনিধিদল স্কুলের শৌচালয় থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত পরিদর্শন করেন। পড়ুয়াদের কী জল দেওয়া হচ্ছে তাও তাঁরা খতিয়ে দেখেন। রাঁধুনিরা কীভাবে রান্না করছেন তারও খোঁজখবর নেন। দলটি বিকাশ ভবনে গিয়ে বৈঠকও করে।

Latest article