নিম্নমানের ছবি, ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্র

Must read

১৮টি ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কারণ হিসেবে জানানো হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নিম্নমানের এবং কুরুচিকর ছবি দেখানো হতো। কেন্দ্রীয় আইটি আইন মেনেই প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করা হয়েছে।

১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি সোশ্যাল মিডিয়া যারা এই ওটিটি-র (OTT)  সঙ্গে যুক্ত ছিল তারা আর তাদের ছবি দেখাতে পারবে না। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, বন্ধ করে দেওয়া ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আগে থেকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের দেখানো ছবিগু AAলি একেবারে নিম্নমানের। এই ধরণের ছবি ওটিটি প্ল্যাটফর্মগুলিতে দেখানো হলে সামাজিক মূল্যবোধ বিঘ্নিত হবে। সমাজে শিক্ষক, পড়ুয়া এবং পরিবারের অবক্ষয় হবে। সেই কারণেই এই ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যাবজ্জীবন জেল হল মুখতার আনসারির

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হবে। তবে তারা যদি নির্দিষ্ট নির্দেশিকা অমান্য করে তবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Latest article