সাম্প্রদায়িক বিজেপি, টিপু সুলতানকে খুনির তকমা  কেন্দ্রীয় মন্ত্রীর

Must read

প্রতিবেদন : সাম্প্রদায়িকতার মাত্রা ছাড়াচ্ছে বিজেপি ।   টিপু সুলতানকে নৃশংস খুনি এবং গণধর্ষক বললেন  কেন্দ্রীয় মন্ত্রী।

১০ নভেম্বর কর্নাটক সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে  । আমন্ত্রণপত্র তাঁর নাম ছাপা হয়। এর বিরোধিতা করে কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অনন্ত কুমার। সেখানে তিনি লেখেন, অবিলম্বে আমন্ত্রণপত্র থেকে তাঁর নাম বাদ দিতে হবে। তিনি ওই অনুষ্ঠান বয়কট করছেন। তাঁর দেখাদেখি বিজেপির আরো দুই সাংসদ অনুষ্ঠান বয়কট করেন। অনুষ্ঠান বয়কটের কথা টুইট করে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন : বিজেপির হামলা- কিডন্যাপ, তারপরেও ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করলেন না

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া  সাংবাদিকদের জানান, নির্বাচিত জনপ্রতিনিধিকে আমন্ত্রণ করলে তাঁর নাম আমন্ত্রণপত্রের থাকাটাই দস্তুর। অনুষ্ঠানে যোগ দেওয়া বা না দেওয়ার ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল।

তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির  কর্নাটকের রাজ্য সভাপতি বিএস ইয়েদদুরাপ্পা। কিন্তু রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে উল্টে সাম্প্রদায়িকতার অভিযোগ এনেছেন বিজেপির মুখপাত্র।

দেশজুড়ে সাম্প্রদায়িকতা আর ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি। বর্ণবৈষম্যমূলক নীতির কারণে ঐতিহাসিক জায়গার নাম রাতারাতি পাল্টে দেওয়া হচ্ছে। এমনকী দেশের ইতিহাসে যাঁদের নাম অবিস্মরণীয়, তাঁদের অবদানকেও এবার অস্বীকার, এমনকী বিকৃত করার পথে হাঁটছে গেরুয়া শিবির। তারই নিকৃষ্ট উদাহরণ টিপু সুলতান সম্পর্কে এই মন্তব্য।

Latest article