সংবাদদাতা, বাঁকুড়া : বিরোধীদলের সাংসদদের সাসপেন্ডের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে গর্জে উঠল বাঁকুড়া ও বিষ্ণুপুরের তৃণমূল নেতা ও কর্মীরা। রবিবার বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে এক বিক্ষোভসভার আয়োজন করা হয়। জনসভায় ছিলেন রাজ্য সহ সভাপতি শুভাশিস বটব্যাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, বিধায়ক তন্ময় ঘোষ, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল, প্রদীপ চক্রবর্তী, পুরপ্রধান গৌতম গোস্বামী, সন্তোষ মুখোপাধ্যায়, মহাবীর আগরওয়াল, সহদেব বাগদি, ব্লক সভাপতি ও কাউন্সিলররা।
আরও পড়ুন-অথ খ্রিস্টমাসের কথা
শুভাশিস বলেন, কেন্দ্র সরকার যেভাবে সাংসদদের বহিষ্কার করছে এটা ভারতে কেউ কখনও দেখেনি, দিল্লির এই হিটলারের শাসন মানুষ কখনওই মেনে নেবে না। এর জবাব লোকসভার ভোট বাক্সে দেবে। সুজাতা বলেন, ২০২৪-এ বিজেপিকে ভারতছাড়া করতে হবে। বিধায়ক তথা জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আরেকটি প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়।