চাপে পড়ে বিল প্রত্যাহার কেন্দ্রের

Must read

প্রতিবেদন : তীব্র বিরোধিতার মুখে গৃহপালিত পশু এবং সেই সমস্ত পশুজাত পণ্য সংক্রান্ত বিল প্রত্যাহার (live animal export Bill) করে নিতে বাধ্য হল কেন্দ্র। গত ৭ জুন বিলটির খসড়া তৈরি করে তা মতামতের জন্য প্রকাশ্যে আনা হয়। আগামী বাদল অধিবেশনে বিলটি আনার পরিকল্পনা ছিল কেন্দ্রের। নাগরিক সমাজের তীব্র বিরোধিতায় বিলটি প্রত্যাহার করে নিয়ে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয়েছে, বিলটি নিয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন। বিলটি প্রত্যাহারের নেপথ্যে যুক্তি হিসেবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশু কল্যাণ সম্পর্কিত স্পর্শকাতরতা এবং আবেগের কথা বিবেচনা করে দেখা গিয়েছে, খসড়া বিলটি নিয়ে আরও আলোচনা এবং শলাপরামর্শ প্রয়োজন।
পশু কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে, যেহেতু বর্তমান বিলটি সংবিধান এবং স্বাধীনতার আগে তৈরি করা, সেকথা বিবেচনা করে নতুন বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বিলে (live animal export Bill) গৃহপালিত পশু ও সেই সমস্ত পশুজাত সামগ্রী আমদানি ও রফতানির নির্দেশিকা উল্লেখ করা হয়। ১৭ জুন পর্যন্ত বিলটি নিয়ে মতামতের সময়সীমা দেওয়া হয়।

আরও পড়ুন-মণিপুরের বিজেপি সরকারের উপর রাজ্যবাসীর আস্থা নেই

Latest article