প্রতিবেদন: রাজনৈতিক প্রতিহিংসার খারাপ নজির। তৃণমূলনেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) জানানো হল, অবিলম্বে তাঁর সাংসদ হিসাবে পাওয়া সরকারি বাংলো খালি না করলে বলপ্রয়োগের রাস্তায় হাঁটতে বাধ্য হবেন সরকারি আধিকারিকরা। নজিরবিহীনভাবে এক প্রাক্তন মহিলা সাংসদকে উচ্ছেদের নোটিশ পাঠালো বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মহুয়া মৈত্রকে (Mahua Moitra) এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। নোটিশে বলা হয়েছে, পত্রপাঠ বাংলো খালি না করলে বলপ্রয়োগ করা হবে। বাংলোটি দ্রুত খালি করতে ডিইও আধিকারিকদের একটি দলকে সেখানে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রের এই তাড়াহুড়ো যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা বলছেন বিরোধীরা।