কেন্দ্রের উদাসীনতা, থমকে নির্মাণকাজ, বাইক থেকে ছিটকে নদীতে ২ শিশু

চর তোরসা নদীর ডাইভারশনের ওপর দিয়ে আসার সময় একটি গাড়িকে পাশ দিতে গিয়ে, ভাঙা রাস্তায় টাল খায় তাঁর মোটর সাইকেল।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : কেন্দ্রের উদাসীনতার বলি ৭ মাসের শিশু। বরাতজোরে রক্ষা পেয়েছে আর একজন। বুধবার ফালাকাটার ঘটনা। দুই সন্তানকে নিয়ে মোটর সাইকেলে করে ফালাকাটা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এক দম্পতি। চর তোরসা নদীর ডাইভারশনের ওপর দিয়ে আসার সময় একটি গাড়িকে পাশ দিতে গিয়ে, ভাঙা রাস্তায় টাল খায় তাঁর মোটর সাইকেল। সেই টাল সামলাতে না পেরে মোটর সাইকেল থেকে দুই সন্তান পড়ে যান ফালাকাটার চর তোরসা নদীতে।

আরও পড়ুন-প্রাপ্য সম্মানটুকু পায়নি ধাওয়ান, দাবি শাস্ত্রীর

প্রাণপ্রিয় সন্তানদের বাঁচাতে দম্পতি দু’জনে অন্ধকারের মধ্যেই নদীতে ঝাঁপ দিয়ে এক সন্তানকে জল থেকে টেনে তোলেন। কিন্তু সাত মাসের শিশুকন্যাটিকে আর তাঁরা খুঁজে পান না। চোখের সামনে দিয়ে ভেসে যায় তাঁদের নাড়ি কাটা ধন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমান ঘটনাস্থলে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফালাকাটা থানার পুলিশ ও ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন। বহু খোঁজাখুঁজি করেও মেলে না সেই শিশুকন্যার খোঁজ। দীর্ঘক্ষণ বাদে নদীর ভাটিতে ঘটনাস্থল থেকে প্রায় দু’কিলোমিটার দূরে উদ্ধার হয় নিথর দেহ।

আরও পড়ুন-পিনাক সিলেটে বাংলার সোনা

এই প্রসঙ্গে জেলা তৃণমূল সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার জানান, দেশের জাতীয় সড়কগুলো সব আদানিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে মোদি সরকার। এই কারণেই এখানে কাজ থমকে আছে। এই নির্মীয়মাণ জাতীয় সড়ক এখন যাতায়াতকারীদের কাছে মৃত্যুফাঁদ। এই শিশুর মৃত্যু চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল।

Latest article