বালুরঘাটে শতাব্দীপ্রাচীন বুড়ামা কালীমাতার পুজো

এই বছর দীপান্বিতা অমাবস্যার কালীপূজা উপলক্ষে বুড়ামা কালীমন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হচ্ছে।

Must read

সঞ্জয় রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দীপ্রাচীন কালীপুজো বালুরঘাট তহবাজার এলাকার বুড়ামা কালীমাতার মন্দিরের পুজো। এই বছর দীপান্বিতা অমাবস্যার কালীপূজা উপলক্ষে বুড়ামা কালীমন্দিরে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হচ্ছে। পুরোনো রীতি মেনে পুজো হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। পুজোর দিন প্রচুর অন্নভোগের হাঁড়ি পড়ে। এখনও পাঁঠাবলি ও বোয়াল মাছ ভোগ দেওয়া হয়। বুড়ামাকালী মাতা পূজা সমিতির উদ্যোগে কালীপুজোতে প্রতিমাকে স্বর্ণ মুখা ও স্বর্ণালংকারে সাজানো হয়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে চা-শ্রমিকদের দ্রুত বাড়ি তৈরি করার উদ্যোগ

কয়েকশো বছর আগে মন্দিরের পাশ দিয়ে আত্রেয়ী নদী বইতো। মন্দির সহ পুরো এলাকা ঘন জঙ্গলে ঢাকা ছিল। এক তান্ত্রিক সেই সময় একটি প্রস্তরখণ্ডকে বিগ্রহ রূপে পুজো শুরু করেন। পরে বুড়ামা কালীমাতার নিত্যপুজো শুরু হয়। বর্তমানে মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে আত্রেয়ী নদী। জনশ্রুতি, নাটোরের রানি ভবানী এই মন্দিরে পুজো দিতে আসতেন। বজরায় করে এসে তিনি আত্রেয়ী নদী থেকে জল নিয়ে এসে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন নাটোরে।

Latest article