সিডনি, ৬ জানুয়ারি : একই বলে প্রত্যাবর্তন! সিডনি ক্রিকেট মাঠে বৃহস্পতিবার যা করে দেখালেন উসমান খোয়াজা। চার বছর পরে টেস্ট ক্রিকেটে ফিরে অসাধারণ সেঞ্চুরি করলেন তিনি।
সিডনিতে টেস্টের প্রথম দিন বৃষ্টিতে খেলার অনেকটা নষ্ট হলেও এদিন সেই সমস্যা ছিল না। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪১৬ রান তুলে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। নাথান লিওন স্টুয়ার্ট ব্রডের বলে ছক্কা মারতেই অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ইনিংস ঘোষণা করে দেন।
ট্র্যাভিস হেড করোনা আক্রান্ত না হলে কিছুতেই কপাল খুলত না পাকিস্তান-জাত অস্ট্রেলীয় ব্যাটসম্যান খোয়াজার। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রাপ্ত সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন। আগের দিন তিনি ৪ রানে অপরাজিত ছিলেন। এদিন স্টুয়ার্ট ব্রডের দাপুটে বোলিংয়ে সামনে শুরু থেকে তিনি রুখে দাঁড়ান। খোয়াজাকে দেখে মনেই হয়নি যে তিনি চার বছর টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন।
আরও পড়ুন-কপিল ৬৩
শেষবেলায় মিচেল স্টার্ক ৩৪ রান করে গিয়েছেন। ইংল্যান্ড বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। তিনি ১০১ রানে ৫ উইকেট নিয়েছেন। যাঁকে এই সিরিজে ইংল্যান্ড প্রায় বাইরেই রেখেছিল। একটি করে উইকেটে অ্যান্ডারসন, উড ও অধিনায়ক জো রুটের। খোয়াজা ২৮ রানের মাথায় একবার জীবন পেয়েছিলেন। তাঁর ক্যাচ ফেলে দেন রুট। এছাড়া তাঁর এই ইনিংসে কোনও দাগ নেই।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে কামিন্স যখন ইনিংস ঘোষণা করে দেন, তখন ইংল্যান্ড ব্যাটসম্যানদের সামনে খেলার জন্য ছিল ৭ ওভার। পরে অবশ্য পাঁচ ওভারের বেশি খেলা হয়নি। তাতে ইংল্যান্ড ১৩-০ করেছে। দুই ওপেনার হাসিব আমেদ ও জ্যাক ক্রলি ২ রান করে নট আউট রয়েছেন। স্টার্কের বলে ওয়ার্নার একবার ক্রলির ক্যাচ ধরলেও নো বলের জন্য তিনি রক্ষা পান। চলতি অ্যাসেজে অস্ট্রেলিয়া আপাতত ৩-০- তে এগিয়ে আছে। এরপর বাকি আছে শুধু পঞ্চম টেস্ট।