কপিল ৬৩

১৯৮৩ সালে ইংল্যান্ডে তাঁর নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল।

Must read

কপিলদেব ৬৩। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৯৮৩ সালে ইংল্যান্ডে তাঁর নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। বৃহস্পতিবার প্রাক্তন এই বিশ্বসেরা অলরাউন্ডার ৬৩-তে পা দিলেন। ভারতীয় ক্রিকেট জগৎ এই দিনে কিংবদন্তি ক্রিকেটারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কপিল পাজি।

আরও পড়ুন-সমতায় টেস্ট সিরিজ, নজর এবার কেপটাউনে এলগারের ব্যাটে স্বপ্নভঙ্গ ভারতের

সামনের দিনগুলোতে আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর এক প্রাক্তন ওয়াসিম জাফর ’৮৩-র সেই বিশ্বকাপ নেওয়ার ছবি পোস্ট করে কপিলকে শুভেচ্ছা জানিয়েছেন। কপিলের সেই দলের অন্যতম সদস্য মদনলালও প্রাক্তন সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মিতালি রাজ লিখেছেন, আগামী দিনগুলো খুশিতে ভরে উঠুক।

Latest article