প্রতিবেদন : প্রথম ডিভিশন কলকাতা লিগে প্রথম হার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে সিএফসি-র (ক্যালকাটা ফুটবল ক্লাব) কাছে ২-১ গোলে হেরে গেল কিবু ভিকুনার দল (DHFC- CFC)। আর্মি রেডের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে সিএফসি-র কাছে হেরে খেতাবি লড়াইয়ে কিছুটা চাপে পড়ে গেল ডায়মন্ড হারবার। অন্য ম্যাচে এদিন আর্মি রেড ২-০ গোলে ডালহৌসিকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার। এদিকে দুর্যোগের আশঙ্কায় মঙ্গলবারের আর্মি ম্যাচ পিছিয়ে দিয়েছে আইএফএ। তার আগে ২৮ অক্টোবর বিএনআর-এর বিরুদ্ধে খেলতে হবে ডায়মন্ড হারবারকে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এদিন জামশিদ নাসিরির প্রশিক্ষণাধীন সিএফসি-র তরুণ ফুটবলাররা ভাল খেলে। ডায়মন্ড হারবার রক্ষণকে গোটা ম্যাচেই সমস্যায় ফেলেছে তারা। পুলিশ ম্যাচের দল থেকে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন ডায়মন্ড হারবারের (DHFC- CFC) স্প্যানিশ কোচ। তাতেই ছন্দপতন দলের। রক্ষণে বিক্রমজিৎ সিংয়ের পাশে সেন্টার ব্যাকে সন্দীপ পাত্রর জায়গায় খেলানো হয় প্রসেনজিৎ পালকে। কিন্তু বিক্রমজিৎ ও প্রসেনজিতের বোঝাপড়ায় সমস্যা দেখা দেয়। দুই ডিফেন্ডারের ভুলেই গোল হজম করতে হয়। কিবুর দল এদিন একেবারেই ভাল খেলেনি। ম্যাচের ২০ মিনিটে রাকেশ সর্দারের গোলে এগিয়ে যায় সিএফসি। ডায়মন্ড হারবার গোল শোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি। উল্টে দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৫ মিনিটে আরও একটি গোল করে দেয় সিএফসি। উত্তম হাঁসদার গোলে ব্যবধান ২-০ করে তারা। এর পর ম্যাচে ফেরার চেষ্টায় আক্রমণে ঝাঁঝ বাড়ে ডায়মন্ড হারবারের। ৬৫ মিনিটে একটি গোল শোধ করে কিবুর দল। গোলদাতা সুকুরাম সর্দার। ব্যবধান ২-১ করলেও খেলায় সমতা ফেরাতে পারেনি ডায়মন্ড হারবার। তবে ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন কিবুর ছেলেরা।