পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারত। রবিবার মেলবোর্নে পাকিস্তানকে হারাল ৪ উইকেটে রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কিং কোহলি। ৮২ রানে অপরাজিত তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য ভারতকে (India) আন্তরিক অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)।

টুইটারে মুখ্যমন্ত্রী (India- Mamata Banerjee) লিখেছেন, “পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আন্তরিক অভিনন্দন। আমাদের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার মতো ছিল। আগামী দিনেও দলের জয়ের ধারা অব্যাহত থাকুক।”

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে বিরাট কিং কোহলির দুরন্ত ইনিংস। ৮২ রানে অপরাজিত তিনি। রবিবার মেলবোর্নে যেন তাঁর বিরুদ্ধে ওঠা প্রশ্নের সব জবাব দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর বিরাটকে সঙ্গ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। যেখানে শুরুতে চার উইকেট পরে ব‍্যাকফুটে চলে গিয়েছিল ভারতের স্কোর লাইন। সেখানে বিরাট-হার্দিক জুটি ভারতের স্কোর বোর্ডে রান সংখ‍্যা এগিয়ে নিয়ে যান। ৪০ রান করেন হার্দিক। ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল, অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ৪ রান করেন রাহুল-রোহিত। ১৫ রান করেন সূর্যকুমার। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট হরিশ রৌফ এবং মহম্মদ নাওয়াজ। এক উইকেট নাসীম শাহ-এর।

আরও পড়ুন: পায়ের শিরা কেটে হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভ বচ্চন

Latest article