সংবাদদাতা, বারাসত : হাতেগোনা আর মাত্র কয়েক ঘণ্টা। আর তারপর মহাসমারোহে দেগঙ্গার চাকলা ও বসিরহাটের কচুয়া ধামে শুরু হবে লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী উৎসব। যেখানে দেশ-বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসবেন। আগামী ৬ এবং ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া এবং চাকলা ধামে জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়।
আরও পড়ুন-বিতর্কের মধ্যেই মদে বিপুল আয়
ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েক কোটি টাকা ব্যয় করে দুটি মন্দিরেই ভক্তদের সুবিধার্থে বহু উন্নয়ন করা হয়েছে। ভক্তদের নিরাপত্তার জন্যও নানা পরিকাঠামো গড়ে উঠেছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্যও নানান ব্যবস্থা করা হয়েছে। রাস্তার দু’ধারে থাকছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। থাকছে মেডিক্যাল ক্যাম্প। হেল্প ডেস্ক ও পুলিশ চৌকিও করা হয়েছে। উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে দুটি মন্দির চত্বর। চাকলা ও কচুয়া মন্দির চত্বর পরিষ্কার করা সাজানোর পাশাপাশি ভক্তদের নিরাপত্তায় প্রশাসনও তৎপর হয়েছে। সব মিলিয়ে জন্মাষ্টমীর আগে লোকনাথ বাবার ভক্তদের সুবিধার্থে সবরকম ব্যবস্থা গ্রহণে তৎপর পুলিশ, প্রশাসন ও মন্দিরের মিশন কর্তৃপক্ষ।