বিতর্কের মধ্যেই মদে বিপুল আয়

উল্লেখ্য, দিল্লির আবগারি দফতরের দায়িত্বে ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই।

Must read

প্রতিবেদন: দিল্লিতে আপ সরকারের আবগারি নীতি নিয়ে তীব্র বিতর্কের মাঝেই যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে, এক বছরে মদ বিক্রিতে বিপুল আয় হয়েছে। এই খাতে এক বছরে সাত হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে দিল্লির আপ সরকার। গত এক বছরে প্রায় ৬১ কোটি বোতল মদ বিক্রি করা হয়েছে। দিল্লিতে বর্তমান আবগারি নীতি কার্যকর হয়েছে ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের ৩১ অগাস্ট পর্যন্ত মদ থেকে দিল্লি সরকারের রাজস্ব বাবদ আদায় মোট ৭,২৮৫ কোটি টাকা। এর মধ্যে ভ্যাট রয়েছে ২,০১৩ কোটি টাকার।

আরও পড়ুন-কক্ষপথ বদল সফল, গতি বাড়াল আদিত্য

উল্লেখ্য, দিল্লির আবগারি দফতরের দায়িত্বে ছিলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। দিল্লির আবগারি নীতির বদল নিয়ে বিস্তর রাজনৈতিক জলঘোলা হয়। পদ্ধতিগত সমস্যার কারণে নতুন নিয়মে ৬৪৪টি নতুন মদের দোকান খোলার লাইসেন্স বিলির পরও তা বাতিল করা হয় এবং পুরনো নিয়মই বজায় রাখা হয় দিল্লির আবগারি ক্ষেত্রে।

Latest article