আবহাওয়ায় উন্নতির সম্ভাবনা

Must read

প্রতিবেদন : গত তিনদিন ধরে বৃষ্টির বিরাম নেই। কলকাতা থেকে জেলা— সর্বত্রই একই ছবি। বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে শুক্রবার থেকে কমতে পারে বৃষ্টি। তবে ঠিক কবে থেকে উত্তরে দুর্যোগ পুরোপুরি কাটবে তা স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। বুধবার সারদিনই শহর কলকাতায় ছিল মেঘলা আকাশ। একটু কমলেও সারদিনই দফায় দফায় কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গা থেকে ঝড়বৃষ্টির খবর এসেছে। উল্টোদিকে প্রবল বৃষ্টিতে বিপদ বাড়ছে উত্তরবঙ্গে। একাধিক এলাকায় ধস নেমে বিপর্যস্ত ঘরবাড়ি-সহ জনজীবন। ভেঙে পড়েছে গার্ডওয়াল। তবে এই বিপর্যয়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন : রাজ্যে ফের চালু হল নৈশ বিধি-নিষেধ

এদিকে জোর শীত পড়ার আগে সিকিম বেড়িয়ে আসতে চান অনেকেই। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সিকিম পর্যটন বিভাগ  এক বিশেষ বিধি চালু করে দিয়েছে পুজোর আগে থেকেই। সেটি আপাতত চালু থাকবে। ইচ্ছুক পর্যটকদের ট্রাভেল কার্ড জোগাড় করতে হবে সিকিমের পর্যটন বিভাগের কাছ থেকে। কার্ডটি পেতে আবেদন জানাতে হবে অনলাইনে। তার জন্য নাম, ঠিকানা, ফোন নম্বর, আধার বা ভোটার কার্ডের তথ্য জমা দিতে হবে ওই ওয়েবসাইটেই। একসঙ্গে অনেকে বেড়াতে গেলে দলের এক জনের তথ্য জমা দেওয়ার পরে বাকিদের নাম, ছবি ও অন্যান্য কয়েকটি তথ্য দিলেই চলবে। এ ছাড়াও সিকিম সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে, বেড়ানোর সময় যাবতীয় কোভিডবিধি যেন মেনে চলেন পর্যটকরা।

Latest article