প্রতিবেদন : চৈত্রের দাবদাহে নাজেহাল শহরবাসী। তাঁদের চিন্তা বাড়িয়ে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, ৩১ মার্চ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ চলবে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতেও।
আরও পড়ুন-কেন্দ্রের প্রতারণার রাজনীতি
শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ১৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। তাপমাত্রাও মোটামুটি একই থাকবে। এর সঙ্গে পশ্চিমের চার জেলা— পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এই চার জেলার তাপমাত্রা চল্লিশের ঘরে পৌঁছতেও পারে। বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে প্রতিবেশী রাজ্য বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তিনের ঘর ছাড়িয়েছে।
আরও পড়ুন-অর্জুন বাহিনীর দৌরাত্ম্য
যত দিন বাড়ছে ততই বাড়ছে আর্দ্রতা। এর ফলে গরম আরও অনুভূত হচ্ছে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের অনুমান, আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে। অর্থাৎ গরম বাড়বে। বিহারে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তারই জেরে এই গরম। এমনকী এর জেরে তাপপ্রবাহের শঙ্কাও রয়েছে। বিশেষ করে রাঢ় বঙ্গের একাধিক জেলায়। এছাড়া উপকূল এলাকাতেও গরম বাড়বে। সব মিলিয়ে রাজ্যে ফের গরমের ভ্রুকুটি।