প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই শহর কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে চলছে শীতের আমেজ। সূর্য ডুবলেই শরীরে শিরশিরে ভাব। আবার রোদ উঠলেই হালকা গরম। এরই মধ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের ঠান্ডা হওয়া বাংলায় ঢুকবে, তার জেরে অনুভূত হবে শীতের আমেজ। তবে বৃহস্পতিবার থেকে শীত কিছুটা বাধাপ্রাপ্ত হবে। জানা গিয়েছে, পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে।
আরও পড়ুন : টালা ব্রিজ চালু হবে এপ্রিলের মধ্যেই
যেটি ১১ অক্টোবর, বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে। তার জেরে দাক্ষিণাত্যের তামিলনাড়ু উপকূলে বৃষ্টি শুরু হবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে দুই ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আরও ২৪ ঘণ্টা এরকম পরিস্থিতি থাকবে। আপাতত উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল আবহাওয়াই চলবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমবে। ভোর ও সকালের দিকে শীতের আমেজ ও কুয়াশার দাপট বাড়বে। তবে শীতের পোশাক গায়ে চড়ানোর মতো সময় এখনও কিছুটা দূরে। লক্ষণীয়, কালীপুজোর কয়েকদিন আগে থেকেই সকাল এবং রাতের দিকে তাপমাত্রা ছিল কিছুটা নিম্নমুখী। অনুভূত হচ্ছিল কিছুটা হালকা শীতের আমেজ। এবারে তাপমাত্রা আরও নিম্নমুখী।