৬ ফেব্রুয়ারি চণ্ডীগড়ের মেয়র নির্বাচন

Must read

বিজেপির হার নিশ্চিত বুঝেই মেয়র নির্বাচন (Chandigarh mayoral polls) নিয়ে শুরু হয়েছিল। তবে মামলা আদালতে পৌঁছনোর পর ‘পথে এলো’ নির্বাচন কমিশন। অবশেষে চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনের দিন ঘোষণা হলো ৬ ফেব্রুয়ারি।

আরও পড়ুন-বিদ্যুৎ উৎপাদনে দেশে দু’নম্বরে সাঁওতালডিহি : অরূপ বিশ্বাস

বৃহস্পতিবার বেলা ১১ টায় এই নির্বাচন হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় কর্পোরেশনের যুগ্ম কমিশনার ঈশা কম্বোজ হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে কাউন্সিলরদের জানিয়ে দেন মেয়র নির্বাচন (Chandigarh mayoral polls) স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকারিভাবে জানানো হয় প্রিসাইডিং অফিসার অনিল মসিহ অসুস্থ হওয়ায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তিনি পিঠের ব্যাথার জন্য বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মজার বিষয় হল, অনিল মসিহ অসুস্থ হওয়ার একদিন আগেই, অর্থাৎ ১৬ জানুয়ারি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব গুরিন্দর সোধিও পিঠে ব্যথার কারণে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন। এই সব অসুস্থতা শুরু হয় গত সোমবার কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর।

আরও পড়ুন- অর্থ কমিশনের টাকা খরচে রাজ্যে প্রথম মহিষাদল পঞ্চায়েত সমিতি

এরপর মেয়র নির্বাচন নিয়ে এই গড়িমসির বিরুদ্ধে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন জানায় আম আদমি পার্টি। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং সন্ধ্যায় ঘোষণা করেন আগামী ৬ ফেব্রুয়ারিকে মেয়র নির্বাচন হবে। অন্যদিকে বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। পরবর্তী শুনানির দিন ২৩ জানুয়ারি।

Latest article