বিদ্যুৎ উৎপাদনে দেশে দু’নম্বরে সাঁওতালডিহি : অরূপ বিশ্বাস

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : দেশে সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম পরিচালিত সাঁওতালডিহি (Santaldih) তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে। এই কেন্দ্রের উন্নয়নে ইতিমধ্যে রাজ্য ১৪০৮ কোটি টাকা খরচ করেছে। শিগগিরই এখানে ৮০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হবে। আজ সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুবর্ণজয়ন্তী বর্ষ পালন অনুষ্ঠানে এসে জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে আয়োজিত উৎসব পালনের মঞ্চে অরূপ ছাড়াও ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু সেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পি বি সেলিম, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো। অরূপ এদিন এলাকায় একটি সুইমিং পুল, বাগান ও অতিথি-আবাসেরও উদ্বোধন করেন।
সাঁওতালডিহির (Santaldih) কর্মপরিবেশের প্রশংসা করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় এ-রাজ্যে হাসির আলো প্রকল্পে তিন লক্ষ পরিবারকে ৭৫ ইউনিট বিদ্যুৎ নিয়মিত বিনা পয়সায় দেওয়া হচ্ছে। ভারতে একমাত্র পশ্চিমবঙ্গেই বিদ্যুতের দাম বাড়েনি। রাজ্যে লোডশেডিং প্রায় নেই। ১৯৭৪ সালে এই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ১২০ মেগাওয়াট উৎপাদনক্ষম চারটি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে। পরে সেগুলি বন্ধ করে ২৫০ মেগাওয়াট উৎপাদনের দুটি ইউনিট চালু হয়। রাজ্যে পালাবদলের পর আধুনিকীকরণ হয়েছে কারখানার। বেড়েছে কর্মসংস্থানের পরিধি।

আরও পড়ুন- জালিয়াতি ধরা পড়তেই ট্যুইট মুছল গদ্দার, তোপ তৃণমূলের

Latest article