আপাতত জেলেই থাকছেন চন্দ্রবাবু

শীর্ষ আদালতে কোনও সুরাহা মিলল না। দুর্নীতির মামলা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে কোনও সুরাহা মিলল না। দুর্নীতির মামলা থেকে এখনই মুক্তি পাচ্ছেন না অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডু। সুপ্রিম কোর্টে এই মামলায় অন্তর্বর্তী জামিন হল না তাঁর। কয়েক কোটি টাকা দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে এখন জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আরও ৬ দিন তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন-জাতিভিত্তিক জনগণনা, রাহুলের উল্টো সুর সিংভির

আগামী সপ্তাহে শীর্ষ আদালতে ফের চন্দ্রবাবুর মামলার শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে নির্দেশ দিয়েছে, মামলার সঙ্গে সম্পর্কিত সব নথি সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। হাইকোর্টে এই মামলা সংক্রান্ত যা যা তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, সেগুলি পেশ করতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু।

Latest article