আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেবে ইসরোর চন্দ্রযান-৩। এই অভিযানকে সফল করতে বুধবারই প্রযুক্তিগত যাবতীয় দিক খতিয়ে দেখা শেষ হয়েছে। একদফা মহড়া দিয়ে প্রস্তুত চন্দ্রযান-৩। এবার পাড়ি দেবে মহাকাশে। এই ঐতিহাসিক মিশনের সাফল্য কামনায় বৃহস্পতিবার তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন-সরকারি দফতরে শূন্য পদে কর্মী নিয়োগে প্রস্তুতি
ইসরোর তরফে জানানো হয়েছে, প্রস্তুতিপর্ব মোটের উপর শেষ। উৎক্ষেপণের এক দফা ‘রিহার্সাল’ হয়েছে। ইতিমধ্যেই এলভিএম-৩ রকেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চন্দ্রযান-৩। উল্লেখ্য, এর আগেও চন্দ্রযান-১ এবং চন্দ্রযান-২ মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিল। তবে দু’টি অভিযানের কোনওটাই সফল হয়নি। চন্দ্রযান-২ পাড়ি দেওয়ার পর সফটওয়্যারের ত্রুটির কারণে শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবতরণের সময় ল্যান্ডারটি চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করায় সেটিও সফল হয়নি। তাই এবার আর কোনও ঝুঁকি নিয়ে নিচ্ছে না ইসরো। প্রযুক্তিগত সমস্ত খুঁটিনাটি দিক ভাল করে পর্যবেক্ষণের পরেই মহাকাশে পাঠানো হচ্ছে চন্দ্রযান-৩ কে।