প্রতিবেদন : কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের। আগামী আরও দু’বছর কোনও কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না কৃষকদের। সোমবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা-পাতার উপরে বসা দু’ধরনের সেস প্রত্যাহারের কথাও জানিয়েছে রাজ্য। এদিন বিধানসভায় অর্থবিল পেশ করে চন্দ্রিমা বলেন কৃষি আয়করে চলতি ছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে।
আরও পড়ুন-ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল দাপিয়ে বেড়াল নীলগাই
বাজেটের ঘোষণামতো ওই ছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মকুব করা হচ্ছে। তিনি বলেন সরকার কৃষকদের প্রতি সহানুভূতিশীল। মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কৃষকদের জন্য আন্দোলন করে ক্ষমতায় এসেছেন। এর পাশাপাশি অর্থমন্ত্রী জানান বিক্রয়করদাতাদের সুবিধা দিতে সরকার বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্ত বকেয়া কর সংক্রান্ত সমস্যা সমাধানে একটি বিস্তারিত এবং সুবিধাজনক প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া কর এবং সেই বাবদ সুদ ও জরিমানা মকুবের জন্য করদাতাদের চলতি বছরের ৩১ মের মধ্যে আবেদন করতে হবে।
আরও পড়ুন-শিল্পে নতুন বিনিয়োগ রঘুনাথপুরে
তিনি জানান, এ পর্যন্ত ২৮ হাজার ৬৯৭টি মামলার নিষ্পত্তি করে ৫৯৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এরকম আরও ২৫ হাজার কেস ঝুলে রয়েছে। সেগুলিও নিষ্পত্তি করতে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা-পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহার করা হচ্ছে।