ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল দাপিয়ে বেড়াল নীলগাই

লালগড়ের বিস্তীর্ণ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটি নীলগাই। নীলগাইটিকে এলাকার জঙ্গলে ঘুরতে দেখেছেন গ্রামবাসীদের অনেকেই।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : লালগড়ের বিস্তীর্ণ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটি নীলগাই। নীলগাইটিকে এলাকার জঙ্গলে ঘুরতে দেখেছেন গ্রামবাসীদের অনেকেই। খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। লালগড় এলাকার প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, মানুষ দেখলেই নীলগাইটা সঙ্গে সঙ্গে গভীর জঙ্গলে ঢুকে পড়ছে। বেশ কিছুদিন ধরে চাঁদড়া ফরেস্ট রেঞ্জ ও লালগড় ফরেস্ট রেঞ্জের বিভিন্ন জঙ্গলে এই নীলগাইটাকে ঘুরে বেড়াতে দেখছেন জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন।

আরও পড়ুন-শিল্পে নতুন বিনিয়োগ রঘুনাথপুরে

ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে রয়েছে কয়েকটি নীলগাই। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, নীলগাই সংরক্ষিত বন্যপ্রাণী। সামাজিক মাধ্যমে লালগড়ের জঙ্গলে যে একটি নীলগাই ঘুরে বেড়াচ্ছে সে-খবর ছবিসহ ভাইরাল হয়েছে। নীলগাইটির ছবি দিয়ে পাশে লেখা হয়েছে, ওকে কেউ বিরক্ত করবেন না। এর আগে ২০১৮ সালে লালগড়ের জঙ্গলে আচমকা চলে এসেছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। সে-খবর রাজ্যসহ বাইরে ছড়িয়ে পড়েছিল। সুন্দরবনের রাজা শাল-সেগুনের জঙ্গলে ঢুকে নধর চেহারা নিয়ে দাপিয়ে বেড়িয়েছিল সারা লালগড়। শেষ পর্যন্ত রহস্যজনক ভাবে তার মৃতদেহ উদ্ধার হয় মেদিনীপুর বনবিভাগের চাঁদড়া ফরেস্ট রেঞ্জের জঙ্গল থেকে।

আরও পড়ুন-গরমের প্রকোপ আরও বাড়বে

এবার আবার চাঁদড়া ফরেস্ট রেঞ্জের চিলগোড়ার জঙ্গলে প্রথম নাকি দেখা গেছে এই নীলগাইটিকে। পরে লালগড়ের ঝিটকার জঙ্গল এলাকায় ঘুরতে দেখতে পেয়েছেন এলাকাবাসী। লালগড়ের ফরেস্ট রেঞ্জ অফিসার শ্রাবণী দে বলেন, ‘‘আমরা গ্রামবাসীদের মাধ্যমে জানতে পেরেছি। বনকর্মীরা বিশেষ নজরদারি চালাচ্ছেন। মানুষজনকেও সতর্ক করা হচ্ছে। মনে হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে আমাদের জঙ্গলে ঢুকে পড়েছে এই নীলগাইটি।”

Latest article