সংবাদদাতা, হাওড়া : ‘ভোটপ্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখেই বোঝা যাচ্ছে গ্রাম বাংলায় তৃণমূল কংগ্রেস (Panchayat Vote- TMC) ছাড়া অন্য কোনও দলের স্থান নেই।’ বুধবার হাওড়ার আমতায় ভোটপ্রচারে এসে বললেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। খাজুরটি থেকে বাইনান বাজার পর্যন্ত প্রায় তিন কিমি র্যালি করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima BHattacharya)। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক সুকান্ত পাল-সহ এলাকার গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের দলীয় প্রার্থীরা। এই র্যালিকে ঘিরে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। বহু সাধারণ মানুষও শামিল হয়েছিলেন এই কর্মসূচিতে। রাস্তার দুধারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই হাত নেড়ে তৃণমূলের পাশে থাকার আশ্বাস দেন। অনেকে মন্ত্রীকে হাতজোড় করে নমস্কার করেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও তাঁদের পাল্টা প্রতিনমস্কার জানান। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অনেকের সঙ্গে কথাও বলেন তিনি। এরপর বাইনান বাজারে একটি জনসভা করেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে রাজ্যে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলির কথা যেমন তুলে ধরেন তেমনি কীভাবে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে তাও পরিসংখ্যান দিয়ে সবাইকে বুঝিয়ে বলেন অর্থমন্ত্রী। জনসভার পর দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠকও করেন। সকালে আমতা বিধানসভার বাইনান অঞ্চলের পর সাবসিট গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote- TMC) এলাকাতে একইভাবে প্রচার সারেন অর্থমন্ত্রী। দু’জায়গাতেই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রচারকে ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- উল্টোরথে মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, তড়িদাহিত হয়ে মৃত্যু ৬জনের