সংবাদদাতা, বিরাটি : উত্তর দমদম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে দিদির ভূমিকায়। সাংসদ সৌগত রায়-সহ ৩০ জন পুর প্রতিনিধিকে ভাইফোঁটা দিয়েছেন। বিরাটি নিমতা জোনাকির শ্যামাপুজোর মঞ্চে।
আরও পড়ুন-ফ্যামিলিয়াল কাইলোমাইক্রোনিমিয়া সিনড্রোম
চন্দ্রিমা জানান, নিজের ভাই নেই। দাদা আছে বয়স্ক। আজ দমদম উত্তর বিধানসভার সাংসদ সৌগত রায়, নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভার কাউন্সিলর, তৃণমূল সভাপতি-সহ ৩০ জনকে ফোঁটা দিলাম। এঁরাই আমার ভাই-দাদা। এঁদের মঙ্গল কামনা করে তৃপ্ত হলাম। ফোঁটা নিয়ে সাংসদ সৌগত রায় বলেন, আমার কাছে এটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আমার নিজের বোন বা দিদি নেই, সেখানে চন্দ্রিমা এই ভাইফোঁটা দিয়ে অভাবটা পূরণ করলেন। আমি অভিভূত। দল একটা পরিবারের মতো। আমরা যে এক পরিবারের সদস্য, তা এই ভাইফোঁটার মধ্যে দিয়ে প্রমাণিত হল। চন্দ্রিমা সবার হাতে প্রীতি উপহার ও মিষ্টির প্যাকেট দেন। চন্দ্রিমা বলেন, সাংসদ সৌগত রায়, উত্তর দমদম পুরসভার তৃণমূল সভাপতি, দুই চেয়ারম্যান ও কাউন্সিলরদের ফোঁটা দিয়ে সকলের মঙ্গল কামনা করলাম। একটা আলাদা তৃপ্তি অনুভব করলাম। পুরপ্রধান বিধান বিশ্বাস এবং প্রবীর সাহা দু’জনেই এই ভাইফোঁটাকে সম্প্রীতির উৎসব বলে চিহ্নিত করেছেন।