প্রতিবেদন : ফের নিয়মে বড়সড় বদল হল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। এই প্রথমবার অনলাইন পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে বলে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে সংসদ।
আরও পড়ুন-কন্যাশ্রী-সবুজসাথী এবার কালীপুজোর থিম
সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালে প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টের নম্বর স্কুলগুলিকে অনলাইনেই জমা করতে হবে। প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে। পাশাপাশি এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।
আরও পড়ুন-চালের গুঁড়োয় ১ ফুটের কালী গড়ে চমক কিশোরের
অনলাইনে নম্বর দেওয়া প্রসঙ্গে সংসদের নির্দেশ, ২০২৩ সালের ডিসেম্বর মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। তার জন্য পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে। এছাড়াও কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও সংসদের তরফে ওই নির্দেশিকায় স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। আগের মতো মার্কস ফয়েল-এর কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক দফতরে জমা করতে হবে না বলেই জানানো হয়েছে। তবে অনলাইনে নম্বর জমা করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করারও নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।