পরীক্ষাসূচি বদল হল আইএসসির

বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বোর্ড।

Must read

প্রতিবেদন : জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার জন্যে আইএসসি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরুর দিন বদলে গেল। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি বদল হয়েছে। ফলে বদল হল আইএসসি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরুর দিন। বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন বোর্ড।

আরও পড়ুন-ভোটের প্রচারে প্রার্থীদের খরচ বাড়াল কমিশন

জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। এর ফলে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিও বদলেছে। আইএসসি দ্বিতীয় সেমিস্টারের নতুন সূচিতে পরীক্ষা শুরুর দিন নির্ধারিত হয়েছে ২৬ এপ্রিল। পরীক্ষা শেষ হবে ১৩ জুন। আগের সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। চলত ৬ জুন পর্যন্ত। পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। পরীক্ষার সময়সীমা দেড় ঘণ্টা। দশ মিনিট পাওয়া যাবে প্রশ্নপত্র পড়ার জন্য। সেক্ষেত্রে ১.৫০ মিনিটে দেওয়া হবে প্রশ্ন। সমস্ত পরীক্ষা শুরু হবে দুপুর ২ টো থেকে। দেড় ঘণ্টা হবে পরীক্ষা।

Latest article