মেঘের রাজ্যেও এবার পরিবর্তন

কর্মী সম্মেলনের পর এদিন শিলংয়ের অদূরে উইন্ডমেয়ারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যান প্রি ক্রিসমাস সেলিব্রেশনে।

Must read

মণীশ কীর্তনীয়া, শিলং: মঙ্গলবার শিলংয়ের কর্মিসভা থেকে মেঘালয়ে পরিবর্তনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। দু’জায়গাতেই এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-অবহেলিত উত্তর-পূর্বের রাজ্য, শিলংয়ে দাঁড়িয়ে নেত্রীর ঘোষণা মেঘালয়েই উঠবে নতুন সূর্য

মঙ্গলবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মিসভার মঞ্চ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই ডাক দিলেন মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত সরকারকে হারিয়ে নতুন মেঘালয় তৈরির। তোপ দাগলেন মেঘালয়ের বর্তমান কনরাড সরকারের বিরুদ্ধে। একইসঙ্গে বিজেপিকেও ধুয়ে দিলেন। তাঁর কথায়, মেঘালয় পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনের পর মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হবে। গুয়াহাটি থেকে নয়, মেঘালয়ই মেঘালয় শাসন করবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য তৃণমূলের লড়াইয়ের কথা তুলে ধরেন অভিষেক। মঙ্গলবার সকালে কর্মিসভা শুরুর আগে শিলংয়ের পাইন উড গেস্ট হাউসে মুখরো বর্ডার সংঘর্ষে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকার চেক তুলে দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান স্বজনহারা পরিবারগুলিকে।

আরও পড়ুন-অব পাপ্পু কৌন হ্যায়? বিজেপি সরকারকে তুলোধোনা মহুয়ার

এই ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, কোনও রাজনৈতিক দল এই স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ায়নি। কিন্তু তৃণমূল সুপ্রিমো দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের স্বার্থে, অধিকারের জন্য লড়াই করে তৃণমূল। অভিষেকের সংযোজন, তৃণমূলকে ভয় পায় বলেই বিজেপি তাদের এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। যে কোনও রাজ্যে ক্ষমতা দখল করার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের একটাই স্লোগান থাকে, ডবল ইঞ্জিন সরকার। এদিন মেঘালয়ের ডবল ইঞ্জিন সরকার নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কী উন্নয়ন করেছে বর্তমান সরকার! খাসি-গারো ভাষা সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য মেঘালয়ের বিজেপি সরকার কতবার দিল্লিতে দরবার করেছে? কনরাড সাংমা তাঁর শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন দিল্লির কাছে, তোপ অভিষেকের।

আরও পড়ুন-কাশির সঙ্গে পাল্লা দিই

এদিন তৃণমূলের জোড়াফুলের তিনটি পাপড়ির তাৎপর্যও ব্যাখ্যা করেন অভিষেক। বলেন, ৩টি পাপড়ি তিনটি পাহাড়ের প্রতীক— খাসি, গারো, জয়ন্তীয়া। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, আমরা জানি সূর্য পূর্বদিকে উদিত হয়। এবার উন্নয়নের সূর্যোদয় ঘটবে পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে। বড়দিনের বিশেষ উৎসব হয় এই পার্বত্য রাজ্যে। সেখানকার মানুষকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মী সম্মেলনের পর এদিন শিলংয়ের অদূরে উইন্ডমেয়ারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যান প্রি ক্রিসমাস সেলিব্রেশনে।

Latest article