জুরিখ, ২৪ জুন : বিশ্বকাপের জন্য প্রস্তুত কাতার। সঙ্গে রয়েছে কোভিডের চিন্তাও। ফের যে সংক্রমণ বাড়ছে। সে কারণেই কাতার বিশ্বকাপের জন্য নিয়মে কিছু শিথিলতা আনল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। এতদিন বিশ্বকাপের মূলপর্বে সর্বাধিক ২৩ জন ফুটবলারের স্কোয়াড নিয়ে যেতে পারত অংশগ্রহণকারী দলগুলো। কোভিডের আশঙ্কায় সেই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হল।
আরও পড়ুন-দুরন্তে নিম্নমানের খাবার, বিক্ষোভ
কোভিডের কারণে যাতে দলগুলো সমস্যায় না পড়ে, সে জন্য চূড়ান্ত স্কোয়াডে ফুটবলার বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা। রিলিজ লিস্টে ফুটবলারের সংখ্যা সর্বাধিক ৩৫ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়েছে। ২৬ জনের বেশি সদস্য বেঞ্চে থাকতে পারবেন না। এর মধ্যে সর্বাধিক ১৫ জন পরিবর্ত ফুটবলার এবং ১১ জন টিম অফিসিয়াল। এই ১১ জনের মধ্যে অন্তত একজন চিকিৎসক হতে হবে। ফিফা কাউন্সিল আরও বেশ কিছু নিয়মে রদবদল করেছে। সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন পরবর্তী ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হবার ২০২৩ সালের ১৬ মার্চ রাওয়ান্ডাতে। পরবর্তী ফিফা সভাপতি নির্বাচন হবে সেখানেই।