দুরন্তে নিম্নমানের খাবার, বিক্ষোভ

অনেক রাতে জলে ভেজা রুটি ও নষ্ট হয়ে যাওয়া সবজি দেওয়া হয়। পরের দিন দুপুরেও নিম্নমানের খাবার দেওয়া হয়। রাতের খাবারে খিচুড়ি দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : দূরপাল্লার ট্রেনের যাত্রীদের ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। এবার ১২২৬১ ডাউন মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের জলে ভেজা রুটি, খাবার অযোগ্য খিচুড়ি দেওয়া হয়েছে। যাত্রীরা সেই খাবার খেতে না পেরে ফেলে দিতে বাধ্য হন। যাত্রীদের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৫টার পরিবর্তে মুম্বই থেকে রাত ১০টায় ট্রেন ছাড়ার পর ঠান্ডা সিঙাড়া ও চা দেওয়া হয়।

আরও পড়ুন-বাম দুর্নীতি, চাকরি গেল ৬১৪ জনের

অনেক রাতে জলে ভেজা রুটি ও নষ্ট হয়ে যাওয়া সবজি দেওয়া হয়। পরের দিন দুপুরেও নিম্নমানের খাবার দেওয়া হয়। রাতের খাবারে খিচুড়ি দেওয়া হয়। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অধিকাংশ যাত্রীর অভিযোগ, রেলের পরিষেবা ক্রমশ খারাপ হচ্ছে। এত টাকা টিকিটের ভাড়া নিচ্ছে। অথচ খাবার দিচ্ছে অত্যন্ত নিম্নমানের। যা খেতে না পেরে ফেলে দিতে হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে এই ব্যাপারে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। আইআরসিটির কাছে এই ব্যাপারে যাত্রীর লিখিত অভিযোগও দায়ের করেন। এত নিম্নমানের খাবার কেন দেওয়া হল তা জানতে চেয়ে হাওড়া স্টেশনে নামার পরও ক্ষোভ প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা। অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।

Latest article