নয়াদিল্লি, ১৩ জুলাই : এশিয়ান গেমস এবং বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল ঘোষণা হল বৃহস্পতিবার। টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু এশিয়াড ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৯ কেজি বিভাগে। চানু ছাড়াও ভারতীয় দলে রয়েছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বাংলার অচিন্ত্য শিউলিও। অচিন্ত্য নামবেন ৭৩ কেজি বিভাগে। পুরুষ দলে অচিন্ত্য ছাড়াও রয়েছেন শুভম টোডকর (৬১ কেজি) এবং নারায়ণ অজিত (৭৩ কেজি)। মহিলা দলে চানুর সঙ্গে রয়েছেন বিন্দিয়ারানি দেবী (৫৫ কেজি)।
আরও পড়ুন-বন্যা-পরিস্থিতি বানারহাট
চিনের হাংঝাউয়ে এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। তার আগে ৪ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের রিয়াধে শুরু ভারোত্তোলনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এর আগে এশিয়াডে কখনও পদক জিততে পারেননি চানু। তাই এবারের এশিয়াডে অংশ নেবেন তারকা ভারোত্তোলক।
আরও পড়ুন-কোচবিহারে মৃত্যু আরও ১ তৃণমূলকর্মীর
বাংলার অচিন্ত্যর এবারই প্রথম এশিয়ান গেমস। এশিয়াডে নামার জন্য মুখিয়ে আছেন বাংলার সোনার ছেলে। এছাড়াও আগামী বছরের প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের লক্ষ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপকেও পাখির চোখ করেছেন অচিন্ত্য। পাতিয়ালার জাতীয় শিবির থেকে অচিন্ত্য বললেন, ‘‘প্রস্তুতি খুব ভাল হচ্ছে। আমার প্রথম এশিয়ান গেমস। পদকের রং নিয়ে ভাবছি না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তবে আমার প্রধান লক্ষ্য অলিম্পিকে নামার ছাড়পত্র পাওয়া।’’