প্যারোলে বেরিয়ে বিয়ের পিঁড়িতে

সেই পরিচয় পরিণয়ে পরিণতি পেল। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি আসামের আবদুল হাসিমের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হল বীরভূমের সাহানারা খাতুন।

Must read

সংবাদদাতা, কাটোয়া : সংশোধনাগারেই পরিচয়। সেই পরিচয় পরিণয়ে পরিণতি পেল। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি আসামের আবদুল হাসিমের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হল বীরভূমের সাহানারা খাতুন। বুধবার রাতে, মন্তেশ্বরের কুসুমগ্রামের গিরিগরনগরে। তদারকি করল মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকাররক্ষা সমিতি। সংগঠনের শামসুদ্দিন শেখ বললেন, এমন শুভ কাজে সাক্ষী থাকতে পেরে ভাল লাগছে। পাত্র আসামের দোরাং জেলার রঙ্গনগারোপাথার আবদুল।

আরও পড়ুন-এশিয়াডে চানুদের সঙ্গী বাংলার অচিন্ত্য

ত্রী নানুরের উচকারন-বালিগড়ির শাহানারা। দুজনেই খুশি। বললেন, আমরা অপেক্ষায় আছি কবে জেলের বাইরে যাব! নতুন করে সংসার করবপা। বিয়ের পর দুজনে শাহানারার বীরভূমের বাড়িতে গেলেন। পাঁচদিন ছুটি মিলেছে। তারপর ফের জেলে যেতে হবে। তবে আসামে যাওয়ার জন্য সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে প্যারোলে এক মাসের ছুটি চাইবেন ওঁরা। বিয়ের অনুমতি চেয়ে কারামন্ত্রী অখিল গিরির কাছে আর্জি জানায় হাসিমের পরিবার। আরজি মঞ্জুর হওয়ায় কৃতজ্ঞ নবদম্পতি।

আরও পড়ুন-বন্যা-পরিস্থিতি বানারহাট

হাসিম কারাগারে আছেন আট বছর, শাহনারা ৬ বছর। হাসিম ধর্ষণ মামলায় অভিযুক্ত। শাহানারা খুনের মামলায়। বছর তিনেক আগে দুই পরিবারের লোকজন যখন জেলে দেখা করতে আসেন তখনই দুজনে পরিচয়। তার পর ক্রমশ ঘনিষ্ঠতা এবং প্রেম। এরপর দুই বাড়ির মতে এই বিয়ে।

Latest article