সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতীতে ফের বিশৃঙ্খলা। একদল পড়ুয়া পরীক্ষা দিল, আরেকদল অবস্থান ধরনায়। ক্যাম্পাসে এমন বিশৃঙ্খলার জন্য কার্যত উপাচার্যকেই দায়ী করল বিশ্বভারতীর ভিবিউফা সংগঠন। জানা গিয়েছে, এদিন তালা ভেঙে অফলাইন পরীক্ষা দিতে ঢোকে একদল পরীক্ষার্থী। তাদের দাবি, প্লেসমেন্ট হবে না, পরীক্ষা না হলে। মঙ্গলবার এই নিয়ে একপ্রস্থ হাতাহাতি হয় পড়ুয়াদের মধ্যে। ভিবিউফার অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ।
আরও পড়ুন-কাঁথি সুস্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ পলিক্লিনিক
তাদের দাবি, অনেক বিদেশি ছাত্রছাত্রী ক্যাম্পাসে ঢুকতে পারেননি, কারণ উপাচার্য হস্টেল খোলার ব্যবস্থা করেননি। উপাচার্যের হুমকি নিয়েও সরব হয় শিক্ষক সংগঠন। তাঁরা উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র আন্দোলনের জেরে চলতি বছরের ২০ জুন সমস্ত ভবনের অধ্যক্ষদের নিয়ে উপাচার্যের পৌরোহিত্যে বৈঠক হয়। অথচ তার মিনিটসে উপাচার্যের সই নেই। কেন? অর্থাৎ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে বলির পাঁঠা হবেন অধ্যক্ষরা? প্লেসমেন্ট ইস্যুতে অনলাইন–অফলাইন পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। অবস্থানকারী পড়ুয়াদের দাবি, সিলেবাস শেষ হয়নি। বন্যার জন্য বাংলাদেশ ও উত্তরবঙ্গের বহু পরীক্ষার্থী আসতে পারেননি। তাঁদের ভবিষ্যৎ নিয়ে কর্তৃপক্ষের কোনও চিন্তা নেই।