কাঁথি সুস্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ পলিক্লিনিক

কাঁথিবাসী এই সব বিভাগে বিনামূল্যে পরিষেবা পাবেন। কাঁথি পুরসভার প্রধান সুবলকুমার মান্না এজন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরবাসীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পুর দফতরের উদ্যোগে এবার কাঁথি পুরবাসীদের জন্য কিশোরনগর সুস্বাস্থ্যকেন্দ্রে শুরু হতে চলেছে স্পেশ্যালিস্ট পলিক্লিনিক। কাঁথি পুরসভার পরিচালনায় এই পলিক্লিনিকে জেনারেল মেডিসিন, স্ত্রী ও প্রসূতি, শিশু এবং চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিত বসবেন।

আরও পড়ুন-স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের বিল পাশ, বেসরকারি ক্ষেত্রে আরও নজর

কাঁথিবাসী এই সব বিভাগে বিনামূল্যে পরিষেবা পাবেন। কাঁথি পুরসভার প্রধান সুবলকুমার মান্না এজন্য জেলা স্বাস্থ্য আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন। টেলিমেডিসিনের মাধ্যমেও এখান থেকে বিশেষজ্ঞরা সারা রাজ্যের অন্যান্য শহরাঞ্চলের রোগীদের পরামর্শ দিতে পারবেন। পলিক্লিনিক ছাড়াও কাঁথি পুর এলাকায় আরও ছ’টি সুস্বাস্থ্যকেন্দ্রের অনুমোদন মিলেছে। এগুলির নিজস্ব বাড়ি যতদিন না তৈরি হচ্ছে, ততদিন ভাড়াবাড়িতে সুস্বাস্থ্যকেন্দ্র চালাবার অনুমতি এসে পৌঁছেছে।

আরও পড়ুন-বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়ে চিন্তন বৈঠক

খুব শিগগিরই আরও ছয় সুস্বাস্থ্যকেন্দ্র থেকে কাঁথি পুর এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন। ওই ছয় কেন্দ্র থেকে সারা পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ করা সম্ভব হবে বলে জানান, কাঁথি পুর স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়েক।

Latest article