চার্লসের ঘোড়া বিক্রি

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের কথা সর্বজনবিদিত। রানির প্রিয় ঘোড়াগুলি নিয়মিত নানা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিত।

Must read

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের কথা সর্বজনবিদিত। রানির প্রিয় ঘোড়াগুলি নিয়মিত নানা ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিত। রানি নিজেও নিয়ম করে এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এবার জুনে ডার্বিতে হাজির থাকতে পারেনি তিনি। উইনসর প্রাসাদে বসে টিভিতেই দেখেন ঘোড়দৌড়।

আরও পড়ুন-স্কুলে হামলা, মৃত ৩

রানি এলিজ়াবেথের প্রতিনিধি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বোন রাজকুমারী অ্যান। যিনি নিজেও একজন ঘোড়াপ্রেমী। ব্রিটেনের রাজা হওয়ার পর মায়ের প্রিয় সেই ঘোড়াগুলির মধ্যে ১৪টিকে বিক্রি করে দিলেন চার্লস। সোমবার নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজ়াবেথের ওই ঘোড়াগুলিকে বিক্রি করে দেওয়া হয়। টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়।

Latest article