গ্রামে ঢুকে বিপদে চিতা, কলসিতে আটকাল মাথা!

গ্রামে এর আগেও চিতাবাঘের উপদ্রব হয়েছে। গবাদি পশু দেদার সাবাড় করে পালিয়েছে। তবে এবার কর্মফল ভুগল একটি চিতাবাঘ।

Must read

প্রতিবেদন : গ্রামে এর আগেও চিতাবাঘের উপদ্রব হয়েছে। গবাদি পশু দেদার সাবাড় করে পালিয়েছে। তবে এবার কর্মফল ভুগল একটি চিতাবাঘ। জল খেতে তামার কলসিতে মুখ ঢোকাতেই বিপত্তি। মাথা আটকে দমবন্ধ হয়ে প্রায় মারা যাওয়ার উপক্রম। শেষে দীর্ঘ চেষ্টায় তাকে উদ্ধার করল মহারাষ্ট্র বন দফতর।

আরও পড়ুন-আসন নেই, প্রার্থী আছে, অসমের তালিকায় অজস্র ভুল, বিপাকে বিজেপি

রবিবার সকাল ৭টা নাগাদ মহারাষ্ট্রের ধুলে জেলার শিবারা গ্রামে একটি বাড়ির গোয়ালে ঢুকে পড়ে এক চিতাবাঘ। প্রচণ্ড গর্জন আর ছটফটানি টের পেয়ে বাড়ির লোকেরা দেখেন, তামার কলসিতে মাথা আটকে ছটফট করছে চিতাবাঘ। সঙ্গে সঙ্গেই তাঁরা খবর দেন বন দফতরে। আধিকারিকরা এসে পৌঁছনোর আগে কলসি মাথা আটকে যাওয়া চিতাবাঘ দমবন্ধ হয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। বন দফতরের আধিকারিকরা প্রথমে কলসির ভিতর হাওয়া চলাচল করার ব্যবস্থা করেন। সে খানিকটা স্বাভাবিক হলে ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে শান্ত করে শুরু হয় সাবধানে তামার কলসি কাটা। শেষমেশ কলসির গেরোয় আটকে পড়া চিতাবাঘকে খাঁচায় ভরে গ্রাম ছাড়ে বন দফতরের কর্মীরা।

Latest article