চেলসি মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত

শুধু ম্যাচের দিন কোনও টিকিট বিক্রি করা যাবে না। একমাত্র যাঁরা আগেই সিজন টিকিট কেটে রেখেছেন, তাঁরাই মাঠে ঢুকে ম্যাচ দেখতে পারবেন।

Must read

লন্ডন, ১০ মার্চ : চেলসি এফসির রুশ মালিক রোমান আব্রামোভিচের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্রিটিশ সরকার। ফলে রীতিমতো চাপে পড়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের নামী ক্লাব। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই চাপে ছিলেন আব্রামোভিচ। বিতর্ক এড়াতে সম্প্রতি নিজে সরে গিয়ে একটি চ্যারিটি ট্রাস্টের উপর চেলসির যাবতীয় দায়িত্ব ছেড়েছিলেন।

আরও পড়ুন-পড়ুয়াদের জন্য রাস্তা মেরামত পুলিশের

পাশাপাশি ক্লাব বিক্রি করে দেওয়ারও চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই তাঁকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হল। এর ফলে চেলসি ক্লাবের অস্তিত্ব সংকটে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই নরউচের সঙ্গে ম্যাচ রয়েছে চেলসি। যদিও ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চেলসিকে ফুটবল সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের জন্য বিশেষ লাইসেন্স দেওয়া হবে। শুধু ম্যাচের দিন কোনও টিকিট বিক্রি করা যাবে না। একমাত্র যাঁরা আগেই সিজন টিকিট কেটে রেখেছেন, তাঁরাই মাঠে ঢুকে ম্যাচ দেখতে পারবেন।

Latest article