প্রতিবেদন : পদার্থবিদ্যার মতোই এবছর রসায়নে যুগ্মভাবে নোবেল (Nobel Prize 2022) পেলেন তিন বিজ্ঞানী। ক্লিক রসায়ন এবং বায়োর্থোগোনাল রসায়নে অগ্রগতির জন্য চলতি বছরে রসায়নে নোবেল পুরস্কার পেলেন তাঁরা। এই তিন বিজ্ঞানী হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিন আর বেরতোজি ও বেরি শার্পলেস এবং ডেনমার্কের মর্তেন মেলদাল। বুধবার বিকেলে রয়্যাল সুইডিশ আকাডেমির পক্ষ থেকে নোবেল বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করা হয়। তাঁদের ক্লিক রসায়ন সংক্রান্ত গবেষণা আগামী দিনে ওষুধ শিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন নোবেল কমিটির সদস্যরা।
নোবেল কমিটি সূত্রে জানানো হয়েছে, চলতি বছর নোবেল (Nobel Prize 2022) জয়ী মার্কিন বিজ্ঞানী শার্পলেস ২০০১ সালেও রসায়নে নোবেল পেয়েছিলেন। নোবেলের ইতিহাসে তিনি দ্বিতীয় বিজ্ঞানী হিসাবে দু’বার রসায়নে এই সম্মান পেলেন। ১৯০১ থেকে শুরু করে আজ পর্যন্ত নোবেল পুরস্কারের ইতিহাসে রসায়নে এই নিয়ে মোট ১১৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে সাতজন মহিলা বিজ্ঞানী।