বেনজির! প্রধান বিচারপতির প্রস্তাব মানল না কলেজিয়াম

Must read

প্রতিবেদন : বেনজির এক ঘটনার সাক্ষী থাকল দেশের সর্বোচ্চ আদালত। বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন শীর্ষ আদালতের কলেজিয়ামের (Supreme Court Collegium) দুই সদস্য। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের চার বিচারপতির শূন্যপদে নিয়োগের জন্য প্রধান বিচারপতি ইউ ইউ ললিত চারজনের নাম সুপারিশ করেন। কলেজিয়ামের দুই সদস্য সেই নামে সরাসরি আপত্তি জানান।

এ বিষয়ে কলেজিয়ামের (Supreme Court Collegium) দুই সদস্য উল্লেখ করেন কয়েকদিন আগের একটি ঘটনা। এ বিষয়ে তাঁরা টেনে আনেন ললিতের কথাই। তৎকালীন প্রধান বিচারপতি এন ভি রামানা অবসরের কয়েকদিন আগে শীর্ষ আদালতের বিচারপতিদের শূন্যপদে নিয়োগের জন্য কয়েকজন প্রবীণ বিচারপতি নাম কলেজিয়ামের কাছে পেশ করেছিলেন। তখন কলেজিয়ামের সদস্যের মধ্যে ছিলেন ইউ ইউ ললিতও। তিনি রামানার প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন। বর্তমান কলেজিয়ামের দুই সদস্য তাঁদের আপত্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ললিতের বক্তব্যই তুলে ধরেন। পাশাপাশি তাঁরা বলেন, শূন্যপদে নিয়োগ নিয়ে কলেজিয়ামে আলোচনা করতে হবে। একমাত্র কলেজিয়াম সম্মতি দিলেই প্রধান বিচারপতি শূন্যপদে নিয়োগ করতে পারেন।

আরও পড়ুন-হাসপাতালে আগুন, মৃত ৩

নিয়ম অনুসারে, সুপ্রিম কোর্টে বিচারপতিদের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে কলেজিয়ামের সর্বসম্মতি প্রয়োজন। কলেজিয়াম প্রস্তাবে সম্মতি দিলে প্রধান বিচারপতি সেই নাম আইন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেয়। মন্ত্রক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। উল্লেখ্য, প্রধান বিচারপতি ইউ ইউ ললিত আগামী ৮ অক্টোবর অবসর নেবেন। অন্যদিকে, সর্বোচ্চ আদালত খুলবে ১০ অক্টোবর। অবসর গ্রহণের পর প্রধান বিচারপতি আর কলেজিয়ামের বৈঠকে অংশ নিতে পারবেন না। সেক্ষেত্রে শূন্যপদে নিয়োগের দায়িত্ব বর্তাবে ডি ওয়াই চন্দ্রচূড়ের উপর। কারণ চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন।

Latest article