ফের মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি ঘিরে উদ্বেগ। এবার দিল্লি থেকে চেন্নাইগামী ( Delhi Chennai) বিমানে এই সমস্যা দেখা গেল। দিল্লি থেকে রওনা হওয়া রাতের বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এক ঘণ্টা আকাশপথে ঘুরে বেড়ানোর পর বিমান ফিরে আসে দিল্লিতে। সাথে সাথেই করানো হয় জরুরিকালীন অবতরণ।
আরও পড়ুন-নিউটাউনে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি
রাত ১০.৩৯ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ হয় বিমান। সমস্যা ছিল বিমানের ইঞ্জিনে। ইন্ডিগোর এয়ারবাস এ৩২১এনইও বিমানটির এই সমস্যার কথা মাঝা আকাশে জানতে পারে কর্তৃপক্ষ। কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার এক বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে সান ফ্র্যান্সিসকোগামী বিমানকে জরুরি অবতরণ করতে হয় রাশিয়ায়। দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে ছিল ২৩০ জন যাত্রী। উত্তরণের কিছু সময়ের পরই বিমানে সমস্যা বোঝা যায়। যান্ত্রিক গোলোযোগ রয়েছে ইঞ্জিনে। বাধ্যতামূলকভাবে বিমানকে ফিরে যেতে হয়েছে দিল্লি বিমানবন্দরে। দুটি ইঞ্জিন বিকল হতেই বিমানকে জরুরিকালীন অবতরণ করানো হয়।