ক্যানসারে প্রয়াত ‘জুনুন’ খ্যাত অভিনেতা মঙ্গল ধিলোঁ

১৯৮৮ সালের সিনেমা খুন ভরি মাঙ্গ-এ একজন উকিলের ভূমিকায় অভিনয় করেন। রেখা প্রধান চরিত্রে ছিলেন। ১৯৯৩ সালে জুনুনের সঙ্গে টিভি-তে কামব্যাক।

Must read

রবিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনুন ও বুনিয়াদ খ্যাত প্রবীণ অভিনেতা মঙ্গল ধিলোঁ (Mangal Dhillon)। জানাগিয়েছে তিনি বেশ কিছুদিন ধরে লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন ধরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। অভিনেতা যশপাল শর্মা ফেসবুকে মঙ্গল ধিলোঁ-র প্রয়াত হওয়ার খবরটি শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুন-চেন্নাইগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকে ফিরল দিল্লি

এই মর্মে আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল টুইট করে লেখেন, ‘প্রখ্যাত অভিনেতা, লেখক, পরিচালক এবং পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রির প্রযোজক মঙ্গল ধিলোঁর প্রয়াণের খবরে শোকাহত। এটা ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ক্ষতি। তাঁর সুদৃঢ় কণ্ঠস্বর ও নাট্য প্রদর্শনগুলি মিস করবেন অনেকেই। পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

আরও পড়ুন-নিউটাউনে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি

প্রসঙ্গত ১৯৮৬ সালে বুনিয়াদ-এ লুভায়া রামের ভূমিকায় অভিনয় করেন তিনি। ১৯৮৮ সালের সিনেমা খুন ভরি মাঙ্গ-এ একজন উকিলের ভূমিকায় অভিনয় করেন। রেখা প্রধান চরিত্রে ছিলেন। ১৯৯৩ সালে জুনুনের সঙ্গে টিভি-তে কামব্যাক।

Latest article