বাহানাগা বাজার স্টেশনের দুর্ঘটনার জেরে এখনও বাতিল একাধিক ট্রেন

সোমবার বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস।মঙ্গলবার খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চলবে

Must read

দুর্ঘটনার ৯ দিন পেরিয়ে গিয়েছে তবু স্বাভাবিক হল না দক্ষিণ ভারতের (South India) সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা৷ প্রতিদিন একাধিক ট্রেন বাতিল হচ্ছে। এই বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে অনেক দূরপাল্লার ট্রেন এবং এর ফলে সমস্যার মধ্যে পড়ছেন যাত্রীরা।

আরও পড়ুন-ক্যানসারে প্রয়াত ‘জুনুন’ খ্যাত অভিনেতা মঙ্গল ধিলোঁ

দক্ষিণ পূর্ব রেল এই নিয়ে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী কাল৷ ১২ জুন সোম এবং ১৩ জুন মঙ্গলবার মোট ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবারের শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-শ্রী এম বিশ্বেশ্বরায় টার্মিনাল এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-জলেশ্বর মেমু স্পেশাল, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, সম্বলপুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস, ভিল্লুপুরম-খড়্গপুর এক্সপ্রেস বাতিল হয়েছে।

আরও পড়ুন-চেন্নাইগামী ইন্ডিগো বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকে ফিরল দিল্লি

সোমবার বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস।মঙ্গলবার খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চলবে।

Latest article