প্রতিবেদন: কথায় বলে, আপনি আচরি ধর্ম পরের শেখাও। এই প্রবাদবাক্যকেই নিজের কর্মজীবনে কাজে লাগালেন দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner Rajeev Kumar)। ভোট করানোর জন্য ভোটারদের সঙ্গে ভোটকর্মীদেরও উৎসাহ দিতে উত্তরাখণ্ডের (Uttarakhand) এক প্রত্যন্ত গ্রামে ট্রেক করে পৌঁছলেন রাজ্যের রাজীব কুমার (Rajeev Kumar)। দীর্ঘ ১৮ কিলোমিটার রাস্তা ট্রেক করে পার হলেন তিনি। ভোটের তিন দিন আগেই তিনি ট্রেক করে প্রত্যন্ত ওই গ্রামে পৌঁছন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, উত্তরাখণ্ডের প্রত্যন্ত দুমাক গ্রামের এক ভোট কেন্দ্রে তিনি ট্রেক করে পৌঁছন। দুর্গম পথে যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে তিন দিন আগেই ওই ভোট কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে গিয়েছিলেন। গ্রামের মানুষ ও ভোটকর্মীদের উৎসাহ দিতে তিনি নিজে পাহাড়ের চড়াই-উতরাই পথ পার হয়ে দুমাক গ্রামে যান। দুর্গম এক ভোট কেন্দ্রে পৌঁছতে ভোটকর্মীরা যে কত কষ্ট করেছেন এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা উপলব্ধি করার জন্যই তিনি নিজে সেখানে গিয়েছেন। আগামী দিনে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ভোটের সময় তিনি এভাবেই পৌঁছবেন বলেও দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার জানান। রাজীব কুমার আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে ভোট নিয়ে আরও উৎসাহ তৈরি করতে তিনি এভাবেই কাজ করবেন। উল্লেখ্য, দুমাক ভোটকেন্দ্রটি বদ্রীনাথ বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। উল্লেখ্য, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশে বেশ কিছু প্রত্যন্ত এলাকায় ভোট করানোটা অত্যন্ত কঠিন বিষয়। মূলত দুর্গম প্রাকৃতিক পরিবেশই এখানে বড় বাধা।
আরও পড়ুন: বিজেপির ৫ প্রাক্তন মন্ত্রী এবার ফাঁদে, শুরু দুর্নীতির তদন্ত