বিজেপির ৫ প্রাক্তন মন্ত্রী এবার ফাঁদে, শুরু দুর্নীতির তদন্ত

Must read

নয়াদিল্লি : রঘুবর দাসের নেতৃত্বাধীন পূর্বতন বিজেপি সরকারের পাঁচ মন্ত্রীর (Former Five BJP Minister) বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোকে তদন্তের নির্দেশ দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren)। ওই পাঁচ প্রাক্তন মন্ত্রী হলেন তৎকালীন ভূমি রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী অমর কুমার বাউরি, গ্রামোন্নয়ন মন্ত্রী নীলকান্ত সিং মুন্ডা, শিক্ষামন্ত্রী নীরা যাদব, কৃষিমন্ত্রী রণধীর সিং এবং সমাজ কল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। ওই পাঁচজনের মধ্যে অমর কুমার, নীলকান্ত, নীরা এবং রণধীর বর্তমানে ঝাড়খণ্ড বিধানসভার বিধায়ক। পঙ্কজ যাদব নামে এক ব্যক্তি ওই পাঁচ বিজেপি (Former Five BJP Minister) নেতা তথা প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছিলেন। আবেদনকারী আদালতে অভিযোগ করেন, ওই পাঁচ বিজেপি নেতার সম্পদ পাঁচ বছরে অস্বাভাবিক বৃদ্ধি পয়েছে। যা তাঁদের আয়ের সঙ্গে কখনওই সামঞ্জস্যপূর্ণ নয়। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল। আবেদনকারী জানিয়েছেন, বাউরির সম্পদ ২০১৪ সালে ছিল ৭.৩৩ লাখ টাকা। ২০১৯ সালে যা বেড়ে হয় ৮৯.৪১ লাখ টাকা। একইভাবে অপর চার প্রাক্তন মন্ত্রীর সম্পদও অস্বাভাবিক হারে বেড়েছে। একইভাবে ২০১৪ সালে মুন্ডার সম্পদ ছিল ১.৪৬ কোটি টাকা। ২০১৯ সালে যা বেরে হয়েছে ৪.৩৫ কোটি টাকা। রণধীরের সম্পদ ৭৮.৯২ লাখ টাকা থেকে বেড়ে ২০১৯ সালে ৫.০৬ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: সুগন্ধী নিয়ে সরকারকে চিঠি মহিলা কমিশনের

Latest article