ওড়িশায় শপথ নিলেন ২১ জন নতুন মন্ত্রী

Must read

প্রতিবেদন: নিজের ২২ বছরের শাসনকালে মন্ত্রিসভায় সবচেয় বড় রদবদল করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Chief Minister Of Odisha)। শনিবার একসঙ্গে ওড়িশার (Odisha) সব মন্ত্রী পদত্যাগ করেছিলেন। রবিবার নতুন করে মন্ত্রিসভা গঠন করলেন নবীন। এদিন ২১ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৭ জন নতুন মুখ। স্বাভাবিকভাবেই মন্ত্রিসভার বেশ কিছু পুরনো মুখকে বাদ দেওয়া হয়েছে। ভুবনেশ্বরের লোকসেবা ভবনের কনভেনশন হলে অনুষ্ঠিত ২১ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল অধ্যাপক গণেশি লাল। নতুন মন্ত্রীদের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানে ১৩ জন পূর্ণমন্ত্রী এবং আটজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। যে সব মন্ত্রী বাদ পড়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আইন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী প্রতাপ জেনা, উচ্চশিক্ষামন্ত্রী অরুণ সাহু এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিব্য শঙ্কর মিশ্র। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে ওড়িশার দল ও সরকারকে শক্তিশালী করতে চাইছেন নবীন। সেই লক্ষ্যেই তিনি মন্ত্রিসভায় বড় মাপের রদবদল করলেন। নবীন আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন। সেকারণেই তিনি আগে থেকেই রাজ্যে ঘুঁটি সাজাতে শুরু করলেন। সেকারণেই ঢেলে সাজালেন মন্ত্রিসভা।

আরও পড়ুন: সুগন্ধী নিয়ে সরকারকে চিঠি মহিলা কমিশনের

Latest article