প্রতিবেদন : মঙ্গলবার স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেভাজের সঙ্গে বৈঠক দিয়েই সফর শুরু করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মাদ্রিদ শহরে হবে এই বৈঠক। সোমবার এই কথা ট্যুইট করে লা লিগার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন-ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনাল্ডো
সূত্রের খবর, বাংলার ফুটবলের উন্নতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে লা লিগার একটি মউ স্বাক্ষরিত হতে পারে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ কলকাতার তিন প্রধানের কর্তাদের। ওই বৈঠকে যোগ দিতে লন্ডন থেকে সরাসরি মাদ্রিদ উড়ে আসবেন সৌরভ। থাকার কথা ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীরও। তবে সুনীলের পক্ষে সদ্যোজাত সন্তান ও স্ত্রীকে ছেড়ে এই মুহূর্তে স্পেন যাওয়া সম্ভব হচ্ছে না বলেই খবর। মোহনবাগান ক্লাবের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের প্রণব দাশগুপ্ত এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের ইশতিয়াক আহমেদ ওই বৈঠকে থাকবেন।
আরও পড়ুন-‘পাপুয়া – নিউ গিনি আফ্রিকায়’ নতুন করে ভূগোল রচনা করলেন বিরোধী দলনেতা
ভারতীয় ফুটবলে এখন স্প্যানিশ কোচ এবং ফুটবলারদের রমরমা। কলকাতার দুই প্রধানের কোচ স্প্যানিশ। দলে একাধিক স্প্যানিশ ফুটবলারও রয়েছেন। ২০১৪ সালে যখন প্রথমবার আইএসএল শুরু হয়েছিল, তখন লা লিগার অন্যতম প্রধান দল অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে গাটছঁড়া বেধেছিল কলকাতা ফ্র্যাঞ্চাইজি। অ্যাটলেটিকো ডি কলকাতা নামের সেই দল প্রথমবারই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে কলকাতার সঙ্গে স্প্যানিশ ফুটবলের একটা সম্পর্ক ছিলই। এবার লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের খবর ফের জল্পনা উসকে দিচ্ছে।
আরও পড়ুন-শিক্ষাঙ্গনে গৈরিকীকরণ চলবে না, গর্জে উঠল ছাত্রপরিষদ
লা লিগা বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ। জনপ্রিয়তার নিরিখে ইউরোপের পেশাদার লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের পরেই রয়েছে লা লিগা। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোনাল্ডিনহো, বড় রোনাল্ডো, জিনেদিন জিদান, ডেভিড বেকব্যামের মতো কিংবদন্তিরা এই লিগে খেলেছেন। ৯৪ বছরের পুরনো এই লিগ ভারতেও অসম্ভব জনপ্রিয়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অসংখ্য ভক্ত রয়েছে কলকাতায়। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডার্বির আগে যেমন কলকাতা দু’ভাবে বিভক্ত হয়ে যায়। তেমনই রিয়াল-বার্সার এল ক্লাসিকো নিয়ে মেতে ওঠেন কলকাতার ফুটবলপ্রেমীরা।সেই উন্মাদনা আরও উসকে দিল মুখ্যমন্ত্রীর এই বৈঠকের খবর। আশায় বুক বাঁধছে বাংলার ফুটবল মহলও। ফুটবলপ্রেমীরাও তাই স্লোগান দিতেই পারেন— ‘খেলা হবে!’