ভারত ছাড়ার পরই মোদিকে বার্তা বাইডেনের

তবে সেই বৈঠকের পর কোনও সাংবাদিক সম্মেলন হয়নি। পরে দিল্লি থেকে ভিয়েতনামে গিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি বাইডেন।

Must read

প্রতিবেদন: সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই রাষ্ট্রপ্রধান। তবে সেই বৈঠকের পর কোনও সাংবাদিক সম্মেলন হয়নি। পরে দিল্লি থেকে ভিয়েতনামে গিয়ে সেখানে সাংবাদিকদের মুখোমুখি বাইডেন। ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেই ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, দেশকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী করতে গেলে এই বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে।

আরও পড়ুন-বঙ্গ-ফুটবলে জোয়ার আনতে মাদ্রিদ বৈঠকে মুখ্যমন্ত্রী ও লা লিগা কর্তা

বাইডেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব এবং অংশীদারত্ব আরও জোরদার কীভাবে করা যায়, তা নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্তারিত আলোচনা করেছেন। তবে একই সঙ্গে জি–২০ সম্মেলন নিয়ে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ও আতিথেয়তার প্রশংসা করেছেন বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে সাংবাদিকদের কভারেজের অনুমতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের টানাপোড়েন চলছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল মোদি-বাইডেন মুখোমুখি আলোচনার পর সে দেশের প্রথা অনুযায়ী সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে। কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার পর কোনওরকম প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হতে রাজি হননি মোদি। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, প্রশ্নোত্তর পর্ব বা সংবাদ সম্মেলন— কোনওটাই করা হবে না। এমনকী প্রেসিডেন্ট বাইডেনও আলাদাভাবে কোনও সাংবাদিক সম্মেলন করতে পারবেন না।

আরও পড়ুন-ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনাল্ডো

তবে জি২০ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পরপরই সরব বিরোধীরা। ভিয়েতনামের হ্যানয়ে সাংবাদিক সম্মেলনে বাইডেনের মন্তব্যের ক্লিপিংস তুলে ধরে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বাইডেনকে মোদি বলেছিলেন, প্রেস কনফারেন্স করব না, করতেও দেব না। কিন্তু তা কাজে এল না। ভারতে মোদির মুখের ওপর বাইডেন কী বলেছেন, ভিয়েতনামে গিয়ে সেটাই তিনি জানিয়ে দিলেন।

Latest article