আনিস খান হত্যা মামলার শেষ দেখে ছাড়বেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনিসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। আনিসের পরিবারের কাছে তাঁর ওপর ভরসা রাখারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকি সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন-দেওয়াল লিখে প্রচার বাবুলের
বৈঠক শেষে কাসেম সিদ্দিকি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, ‘আনিস হত্যার তদন্তে শেষ দেখে ছাড়ব। আনিসের বাবার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, তদন্ত নিয়ে তিনি যেন দুশ্চিন্তা না করেন। দোষীরা শাস্তি পাবেই। সে তিনি যেই হোন না কেন। এদিন দুপুরে পুর ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম নবান্নে নিয়ে আসেন কাসেম সিদ্দিকিকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কাসেম সিদ্দিকির বৈঠকের পর ওই ধর্মগুরু জানান, সিট এদিন মুখ্যমন্ত্রীকে তদন্তের সর্বশেষ অগ্রগতি নিয়ে রিপোর্ট দিয়েছে।