প্রতিবেদন : তিনি বাংলার (Bengal) মুখ্যমন্ত্রী (chief minister)। দুর্গাপুজোর সঙ্গে আমবাঙালির মতো তাঁরও আবেগ জড়িয়ে। তার ওপর ইউনেস্কোর স্বীকৃতি মিলেছে। শহরের একাধিক পুজোর উদ্বোধন (inauguration) করতে হচ্ছে তাঁকে। ব্যস্ততার কারণে সশরীর যেতে পারছেন দূরের জেলাগুলোয়। তবুও তিনি বঞ্চিত করছেন না জেলার পুজোগুলোকে।
আরও পড়ুন-তিন গোলে হার সুনীলদের
শহর থেকেই প্রতিদিন বহু পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ভার্চুয়ালি চারশো পুজোর উদ্বোধন করলেন। এই বিশাল আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী তথ্য-সংস্কৃতি দফতরের কর্মীদের বিশেষ করে ধন্যবাদ জানালেন। অনুষ্ঠানে জেলাওয়াড়ি প্রতিটি পুজোর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তিনি আগামিকালও ৩০০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন।