আলিপুর মিউজিয়ামের উদ্বোধনে আজ মুখ্যমন্ত্রী

স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের। সময়ের হাত ধরে এই ঐতিহ্যশালী স্থানে মিউজিয়াম তৈরির পরিকল্পনা নেয় রাজ্য।

Must read

প্রতিবেদন : প্রতীক্ষার অবসান। আলিপুর সেন্ট্রাল জেলের জমিতে নবনির্মিত ‘আলিপুর মিউজিয়াম’ উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। আজ বুধবারই এই মিউজিয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তুলে ধরা হচ্ছে এই সংগ্রহশালায়। ছবি, লাইট অ্যান্ড সাউন্ডে প্রায় জীবন্ত হয়ে ধরা দেবে ইতিহাস। ১৫.২ একর জমিতে এই সংশোধনাগার আত্মপ্রকাশ করেছিল ১৯০৬ সালে। বর্ণময় ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই কারাগার।

আরও পড়ুন-ফের বাতিল লোকাল ট্রেন, দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা

স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের। সময়ের হাত ধরে এই ঐতিহ্যশালী স্থানে মিউজিয়াম তৈরির পরিকল্পনা নেয় রাজ্য। সংশোধনাগারের আবাসিকদের পর্যায়ক্রমে বারুইপুর ক্যাম্পাসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য। আলিপুরে মিউজিয়াম তৈরির দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। মিউজিয়ামকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য দেওয়ালের একাংশে থাকছে বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবি। আলো এবং ধ্বনিতে প্রতিটি সন্ধ্যায় ফুটিয়ে তোলা হবে স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসকে। নেতাজি সুভাষ এবং গান্ধীজিকে নিয়েও থাকছে বিশেষ প্রদর্শনী।

Latest article